বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

স্বাস্থ্য | ‘ওসব কিছু না’ বলে উপেক্ষা করেন অনেকেই, নার্ভের সমস্যা বেড়ে যায় তাতেই, আগে থেকেই নার্ভের রোগ চিনবেন কীভাবে?

নিজস্ব সংবাদদাতা | ২৮ মার্চ ২০২৫ ২৩ : ১২Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: স্নায়ুর রোগ এমন একধরনের সমস্যা যা একবার দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা করাতে হয়। রোগ বেড়ে গেলে কঠিন হয়ে ওঠে নিরাময়। স্নায়ুর রোগ বিভিন্ন ধরনের হতে পারে এবং এর প্রাথমিক লক্ষণগুলিও রোগের ধরনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে, সাধারণভাবে স্নায়ুরোগের কিছু প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে।

১. দীর্ঘস্থায়ী মাথাব্যথা
অনেক স্নায়ুরোগের প্রাথমিক লক্ষণ দীর্ঘস্থায়ী মাথাব্যথা। এই ধরনের মাথাব্যথা সাধারণ মাথা যন্ত্রণার থেকে আলাদা হতে পারে। সাধারণ ব্যথানাশক ওষুধে সহজে কমতে নাও পারে। কিছু ক্ষেত্রে, মাথাব্যথার সঙ্গে বমি বমি ভাব, বমি হওয়া বা আলোর প্রতি সংবেদনশীলতাও থাকতে পারে। 

২. শরীরের কোনও অংশে অসাড়তা বা ঝিনঝিন করা
শরীরের হাত, পা, মুখ বা অন্য কোনও অংশে হঠাৎ করে অসাড়তা বা ঝিনঝিন করা স্নায়ুরোগের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে।  মাল্টিপল স্ক্লেরোসিস, পেরিফেরাল নিউরোপ্যাথি বা স্ট্রোকের মতো স্নায়বিক রোগের প্রাথমিক পর্যায়ে এই লক্ষণ দেখা যেতে পারে।

৩. মাংসপেশীর দুর্বলতা
শরীরের কোনও নির্দিষ্ট অংশে দুর্বলতা অনুভব করা বা সাধারণভাবে সারা দেহেই মাংসপেশীর দুর্বলতা অনুভব করা স্নায়ুরোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এর ফলে হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে, কোনও জিনিস ধরতে বা তুলতে সমস্যা হতে পারে, অথবা শরীরের কোনও একটি দিক দুর্বল লাগতে পারে। এই দুর্বলতা ধীরে ধীরে বাড়তে পারে বা হঠাৎ করেও দেখা দিতে পারে। মায়াস্থেনিয়া গ্রাভিস, অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা অন্যান্য স্নায়ু ও পেশী সংক্রান্ত রোগের প্রাথমিক পর্যায়ে এই লক্ষণ দেখা যায়।

৪. দৃষ্টিশক্তির পরিবর্তন
দৃষ্টিশক্তির হঠাৎ পরিবর্তন, যেমন ঝাপসা দেখা, ডাবল ভিশন বা একটি চোখে দৃষ্টি কমে যাওয়া স্নায়ুরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। অপটিক নার্ভের সমস্যা বা মস্তিষ্কের কিছু অংশে সমস্যার কারণে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। 

৫. স্মৃতিশক্তি বা মনোযোগে সমস্যা
স্মৃতিশক্তি কমে যাওয়া, ভুলে যাওয়া, অথবা মনোযোগ দিতে অসুবিধা হওয়া স্নায়ুরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটি ডিমেনশিয়া বা অ্যালজাইমারের মতো রোগের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। তবে, কম বয়সেও যদি এই ধরনের সমস্যা দেখা দেয় এবং তা ক্রমশ বাড়তে থাকে, তাহলে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।


Nerve Diseasenerve related health issuesNerve DisordersDimentia

নানান খবর

নানান খবর

ছারখার হয়ে যাবে ডায়াবেটিস! শুধু রোজ সকালে খালি পেটে খান এই তিনটি আয়ুর্বেদিক বিশল্যকরণী!

মাংসখেকো পরজীবী এবার শেয়াল থেকে মানুষের দেহে! হতে পারে ৫০-৬০ ফুট লম্বা? কিলবিলিয়ে বেরোতে পারে পায়ু থেকে?

এবার আস্ত মানবদেহ চাষ করা হবে কারখানায়? তিন গবেষকের পরিকল্পনা শুনে কাঁপুনি বৈজ্ঞানিক মহলে!

নিজের মূত্র পান করে রোগ সারিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল? প্রাক্তন বিজেপি সংসদের দাবি শুনে হতবাক চিকিৎসক

রোদের মধ্যেই কাজে যেতে হয়? হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার

শুক্রাণুর ঘনত্ব বাড়বে বীর্যে! নিয়ম করে মেনে চলুন তিনটি অভ্যাস, আর কখনও বন্ধ্যত্বের দুশ্চিন্তা আসবে না

নিষিদ্ধ মেয়োনিজ! চরম সাবধানবার্তা দিল প্রশাসন! মারাত্মক বিপদের আভাস কাঁচা ডিমের তৈরি মেয়োনিজে?

'কোলেস্টেরলের বোমা' এই খাবারগুলি খেলেই নষ্ট হবে ধমনী, হৃদযন্ত্র ভর্তি হবে চর্বিতে! বাঁচতে চাইলে সকালের জলখাবারে এড়িয়ে চলুন এগুলি

এক পানীয়তেই ধরাশায়ী হবে পেটের সমস্যা! নাম তার কম্বুচা! জানেন কী এই পানীয়?

রোজ রোজ মাংস খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন মারণরোগ! কোন মাংস খেলে কোন রোগ হয় জানেন?

সোশ্যাল মিডিয়া